ফেরার ম্যাচে উইকেটহীন ‘সতর্ক’ মাশরাফী
ইনজুরি তাকে সাদা পোশাকে মাঠে নামতে দেয় না প্রায় আট বছর। কিন্তু গত কয়েক বছর সর্বনাশা ওই ইনজুরি থেকে একটু হলেও দূরে থাকতে পেরেছেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। সেই সুযোগটা কাজে লাগিয়ে নেমে পড়েছেন জাতীয় লিগের চারদিনের ম্যাচে। প্রথম দিন রংপুর ডিভিশনের বিপক্ষে বেশ সতর্ক থেকে বল করতে দেখা গেছে তাকে। ১৩ ওভারে দুটি মেডেন নিলেও উইকেট পাননি।
টেস্ট না খেলার এই ৮ বছরে মাশরাফী প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন মাত্র চারটি। ২০১০ সালের জাতীয় লিগে খেলেছিলেন একটি ম্যাচ, ২০১২ সালে একটি। সবশেষ ২০১৪ সালের জানুয়ারিতে দুটি।
শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আগে ব্যাট করে রংপুর ৬ উইকেট হারিয়ে ৩২৫ রান তুলে দিন শেষ করেছে। রংপুরের হয়ে সেঞ্চুরি পেয়েছেন নাঈম ইসলাম (১২১*) এবং ধীমান ঘোষ (১০৫)। দলকে ভালো শুরু এনে দেন ওপেনার সায়মন আহমেদ। আব্দুর রাজ্জাকের বলে বোল্ড হওয়ার আগে ৫০ রান করেন তিনি। রাজ্জাক মোট উইকেট পেয়েছেন তিনটি। ২৮.৩ ওভার হাত ঘুরিয়ে তার খরচ ৮৭ রান। জাতীয় দলের বাইরে থাকা আরেক পেসার আল আমিন হোসেনও তিন উইকেট পেয়েছেন। ১৬ ওভারে ৫০ রান দেন তিনি।
মাশরাফী ছাড়াও এই ম্যাচে আলো ছিল আলোচিত ক্রিকেটার নাসির হোসেনের ওপর। অস্ট্রেলিয়া সিরিজের পর জাতীয় দল থেকে বাদ পড়া এই অলরাউন্ডার ৯ বল খেলে কোনও রান না করেই রাজ্জাকের শিকারে পরিণত হন।